হোম > সারা দেশ > নাটোর

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক

নাটোর প্রতিনিধি 

আটক বিএনপির দুই কর্মী। ছবি: সংগৃহীত

নাটোরে সাজেদুর রহমান সেলিম নামের এক কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি কর্মী আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার চন্দ্রকলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এদিকে সাজেদুর রহমান সেলিম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। তবে শিগগিরই এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে কলেজশিক্ষক সেলিমের ওপর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী। সন্ধ্যায় আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করা হয়। তাঁদের সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের ওপর স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন হামলা চালায়। হামলায় তাঁর দুই হাত ভেঙে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে