হোম > সারা দেশ > রাজশাহী

প্রবাসী স্বামীর সঙ্গে ‘সম্পর্কের অবনতি’: ভাঙ্গুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে পুলিশ বলছে, প্রবাসী স্বামীর সঙ্গে ‘সম্পর্কের অবনতির’ কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

ওই গৃহবধূ উপজেলার চকমইষাট গ্রামের মৃত খায়রুল ইসলামের মেয়ে। তিনি পাশের ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী জাকারিয়া রহমানের স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে জাকারিয়া রহমানের সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী জাকারিয়া কুয়েত চলে যান। দুই মাস ধরে জাকারিয়ার সঙ্গে রুমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই মন কষ্ট নিয়ে বাবার বাড়িতে চলে আসেন রুমা। 

তাঁরা আরও জানান, গতকাল বৃহস্পতিবার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় বাড়ির সবাই সেখানে ছিল। রুমার মা শিল্পী খাতুন রাত ১১টার দিকে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন শোয়ার ঘরের আড়ার সঙ্গে তাঁর মেয়ে ঝুলছে। প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘শুনেছি মেয়েটি শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানাতে পারেনি।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাস দুয়েক হলো জাকারিয়ার সঙ্গে রুমার সম্পর্কের অবনতি হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে রুমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সকালে মরদেহটি উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়