হোম > সারা দেশ > পাবনা

তাল পাড়ায় শিশুর বুকে-মুখে উপর্যুপরি লাথি

পাবনা প্রতিনিধি

শিশুকে পা দিয়ে বুকে-মুখে গলায় লাথি মারেন মির্জা মোল্লা। ছবি: সংগৃহীত

বাড়ির পাশের একটি গাছে তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের দুই চাচাতো ভাই ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় রাকিব। ঝুঁকি নিয়েই গাছে উঠে যায় রাকিব। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই তিন শিশুর আনন্দ বিষাদে পরিণত হয়। হঠাৎ সেখানে হাজির গাছের মালিক মির্জা মোল্লা। তাল পাড়তে দেখে শিশু রাকিবকে প্রথমে তিনি টেনেহিঁচড়ে নামিয়ে মাটিতে ফেলে দেন। তারপর শিশুটির মুখে, বুকে ও গলায় পা দিয়ে একের পর এক লাথি মারতে থাকেন তিনি। শিশু রাকিব বারবার আকুতি জানালেও মন গলেনি গাছের মালিক মির্জা মোল্লার। উল্টো হাতে থাকা দা দিয়ে কোপানোর হুমকি দেন অবুঝ শিশুটিকে। বেশ কিছুক্ষণ নির্যাতন করার পর চলে যান মির্জা মোল্লা।

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বুধবার (২১ মে) ঘটনাটি ঘটলেও জানাজানি হয় গতকাল সোমবার (২৬ মে)। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও। এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে।

শিশু নির্যাতনকারী মির্জা মোল্লা গোপালনগর মৃধাপাড়া গ্রামের মৃত আব্দুল কোবাদ মোল্লার ছেলে। এই নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। গতকাল সোমবার মির্জা মোল্লার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবের বাবা জাফর প্রামাণিক। তিনি বলেন, ‘আমরা প্রথমে ঘটনাটা জানতে পারিনি। ছেলেও হয়তো ভয়ে আমাদের কাউকে জানায়নি। পরে ফেসবুকে ভিডিও দেখার পর সোমবার সকালে অনেকে আমাকে বিষয়টি বলার পর জানতে পারি। এমন অমানবিক নির্যাতন কেউ করতে পারে ভাবতেই পারছি না। আমি ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুটির পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সোমবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে অভিযুক্ত মির্জা মোল্লার সঙ্গে আজ মঙ্গলবার (২৭ মে) সকালে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী