হোম > সারা দেশ > পাবনা

তাল পাড়ায় শিশুর বুকে-মুখে উপর্যুপরি লাথি

পাবনা প্রতিনিধি

শিশুকে পা দিয়ে বুকে-মুখে গলায় লাথি মারেন মির্জা মোল্লা। ছবি: সংগৃহীত

বাড়ির পাশের একটি গাছে তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের দুই চাচাতো ভাই ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় রাকিব। ঝুঁকি নিয়েই গাছে উঠে যায় রাকিব। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই তিন শিশুর আনন্দ বিষাদে পরিণত হয়। হঠাৎ সেখানে হাজির গাছের মালিক মির্জা মোল্লা। তাল পাড়তে দেখে শিশু রাকিবকে প্রথমে তিনি টেনেহিঁচড়ে নামিয়ে মাটিতে ফেলে দেন। তারপর শিশুটির মুখে, বুকে ও গলায় পা দিয়ে একের পর এক লাথি মারতে থাকেন তিনি। শিশু রাকিব বারবার আকুতি জানালেও মন গলেনি গাছের মালিক মির্জা মোল্লার। উল্টো হাতে থাকা দা দিয়ে কোপানোর হুমকি দেন অবুঝ শিশুটিকে। বেশ কিছুক্ষণ নির্যাতন করার পর চলে যান মির্জা মোল্লা।

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বুধবার (২১ মে) ঘটনাটি ঘটলেও জানাজানি হয় গতকাল সোমবার (২৬ মে)। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও। এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে।

শিশু নির্যাতনকারী মির্জা মোল্লা গোপালনগর মৃধাপাড়া গ্রামের মৃত আব্দুল কোবাদ মোল্লার ছেলে। এই নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। গতকাল সোমবার মির্জা মোল্লার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবের বাবা জাফর প্রামাণিক। তিনি বলেন, ‘আমরা প্রথমে ঘটনাটা জানতে পারিনি। ছেলেও হয়তো ভয়ে আমাদের কাউকে জানায়নি। পরে ফেসবুকে ভিডিও দেখার পর সোমবার সকালে অনেকে আমাকে বিষয়টি বলার পর জানতে পারি। এমন অমানবিক নির্যাতন কেউ করতে পারে ভাবতেই পারছি না। আমি ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুটির পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সোমবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে অভিযুক্ত মির্জা মোল্লার সঙ্গে আজ মঙ্গলবার (২৭ মে) সকালে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী