জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিক মরদেহটি থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গুডুম্বা পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম পান্না খাতুন (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলাম মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা থানায় খবর দিলে রাতেই পুলিশ সেখানে যায়। পরে সকালে লাশটি থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।