হোম > সারা দেশ > রাজশাহী

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি। ছবি: আজকের পত্রিকা

ইরান ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

স্বাগত বক্তব্যে সভাপতি সাইদুর রহমান সিরাজগঞ্জের শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি রপ্তানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্প পার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার অহবান জানানোর পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, কম্বল, তাঁত শিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতি মাছের বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত মানসুরচভোশি এখানকার দুগ্ধপণ্য, তাঁতের তৈরি পণ্য এবং মাছ নিজদেশে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জের চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যিক আলোচনা করার আমন্ত্রণ জানান।

এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী জারাচাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইরানি রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা সিরাজগঞ্জ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্ক এলাকা ঘুরে দেখেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা