হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভ টিজিং, দুজনের জেল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়া শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম তাঁদের জেল-জরিমানা করেন।

আজ মঙ্গলবার উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের মো. শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। এর মধ্যে শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনা শ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অভিযুক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকে অতিরিক্ত তিন দিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

আর নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুদিনের অতিরিক্ত বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিশির অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকেও দুদিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় শাকিল ও শিশিরকে হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।

জান্নাতুল নাইম আরও বলেন, পরে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারার অপরাধমতে তাঁদের জেল-জরিমানা করেন।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ