হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভ টিজিং, দুজনের জেল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়া শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম তাঁদের জেল-জরিমানা করেন।

আজ মঙ্গলবার উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের মো. শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। এর মধ্যে শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনা শ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অভিযুক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকে অতিরিক্ত তিন দিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

আর নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুদিনের অতিরিক্ত বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিশির অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকেও দুদিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় শাকিল ও শিশিরকে হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।

জান্নাতুল নাইম আরও বলেন, পরে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারার অপরাধমতে তাঁদের জেল-জরিমানা করেন।

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি