হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাট সীমান্তে ভারত-বাংলার মিলনমেলা, হাজারো মানুষের ঢল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার তালানদর সীমান্ত এলাকায় দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারত ও বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এক ঘণ্টা সময় পেয়ে একত্র হন। এ সময় দীর্ঘদিন পর আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা হওয়ায় সবাই আনন্দে-উৎসবে মেতে ওঠেন। তবে তারকাঁটার দুই পাশে স্বজনদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

আজ রোববার বেলা ১১টা থেকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালানদর ভারতীয় সীমান্ত এলাকায় স্থানীয় লোকজনের উদ্যোগে এই মিলনমেলা শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মিলনমেলা। 

সরেজমিন দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ বাংলাদেশের শেষ সীমানা বরাবর এসে জড়ো হতে থাকেন। এরপর দুপুরে সীমান্তের তারকাঁটার ওপার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে মিলনমেলা বন্ধ করা হয়। মাইকিংয়ে বাংলাদেশের সীমান্তে জড়ো হওয়া সাধারণ মানুষকে ঘরে ফিরে যেতে বলা হয়। এ সময় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির কারণে কাঁটাতারের ওপারে স্বজনদের সঙ্গে দেখা করতে না পারায় অনেককেই হতাশ হয়ে ঘরে ফিরে যেতে দেখা গেছে। 

তালানদর গ্রামের বাসিন্দা আনিসুর রহমান জানান, প্রতিবছর মাঘ মাসের শুরুতে এই মেলার আয়োজন করা হতো বিজিবির পক্ষ থেকে। তবে গত কয়েক বছর এই মেলা বন্ধ ছিল। আজ দুই পারের বাসিন্দাদের নিজ উদ্যোগে এই সমাগম ঘটেছে। পরিচিতজনদের সঙ্গে অনেক দিন বাদে দেখা করতে পেরে অনেক আনন্দ লাগছে বলে জানান আনিস। 

পত্নীতলা এলাকার শাহজাদপুর গ্রামের বৃদ্ধ অমূল্য লাকরা বলেন, ‘ভারতের তপন থানার নিমপুর গ্রামে আমার পরিবার-পরিজন আছে। ২০ বছর পর তাদের দেখতে এখানে এসেছি। কিন্তু তাদের সঙ্গে দেখা না হওয়ায় বাড়ি ফিরে যেতে হচ্ছে।’ 

পার্শ্ববর্তী গ্রামের জালাল উদ্দিন নামে আরেকজন বলেন, ‘বাংলাদেশের ওপারে ইন্ডিয়ার বালুরঘাট থানা রয়েছে। মূলত সেখানকার পরিচিতজনরা আমাদের সঙ্গে দেখা করতে কাঁটাতারের কাছাকাছি এসেছেন। আজ আমাদের আনন্দের দিন।’ 

নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম নাদিম আরিফিন সুমন জানান, এবারের এই মিলনমেলায় বিজিবি কিংবা বিএসএফের কোনো অংশগ্রহণ নেই। করোনা ও ওমিক্রন সংক্রমণের কথা বিবেচনায় নিয়ে সীমান্ত বন্ধ রাখা হয়েছে। তারপরও মানুষজন আবেগতাড়িত হয়ে সমবেত হয়েছেন। দুই দেশের মানুষ কাঁটাতারের কাছাকাছি এসে দেখা করেছেন। স্বাস্থ্যবিধির যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে কড়া নজরদারি আছে বিজিবির। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড