হোম > সারা দেশ > রাজশাহী

ডিজিটাল ভূমি জরিপে নাগরিক সমাজের করণীয় নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ‘ডিজিটাল ভূমি জরিপ বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে ‘ডিজিটাল ভূমি জরিপ বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজশাহীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। কর্মশালায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ চলছে।

রাজশাহীতে ৪০টি মৌজায় এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৩৮টি রাজশাহী সিটি করপোরেশনে ও ২টি মৌজা পবা উপজেলায়। ১২ থেকে ২৪ জুন পর্যন্ত আকাশ থেকে ড্রোনের মাধ্যমে মৌজাগুলোর ছবি তোলা হয়েছে। এরপর জরিপের দ্বিতীয় ধাপে পিলার স্থাপন করে মাঠ পর্যায়ের কাজ চলছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ইডিএলএমএস) প্রকল্পের পরামর্শক মোহা. জিল্লুর রহমান। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবরিনা নাজ, সহকারী সেটেলমেন্ট অফিসার অনন্ত কুমার মুকুটমনি ও অশোক দত্ত।

মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু, ‘দিনের আলো’ হিজড়া সংঘের সভাপতি মোহনা, বস্তি উন্নয়ন কর্মসংস্থার প্রতিনিধি হাসিনুর রহমান ও পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ