হোম > সারা দেশ > রাজশাহী

ডিজিটাল ভূমি জরিপে নাগরিক সমাজের করণীয় নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ‘ডিজিটাল ভূমি জরিপ বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে ‘ডিজিটাল ভূমি জরিপ বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজশাহীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। কর্মশালায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ চলছে।

রাজশাহীতে ৪০টি মৌজায় এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৩৮টি রাজশাহী সিটি করপোরেশনে ও ২টি মৌজা পবা উপজেলায়। ১২ থেকে ২৪ জুন পর্যন্ত আকাশ থেকে ড্রোনের মাধ্যমে মৌজাগুলোর ছবি তোলা হয়েছে। এরপর জরিপের দ্বিতীয় ধাপে পিলার স্থাপন করে মাঠ পর্যায়ের কাজ চলছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ইডিএলএমএস) প্রকল্পের পরামর্শক মোহা. জিল্লুর রহমান। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবরিনা নাজ, সহকারী সেটেলমেন্ট অফিসার অনন্ত কুমার মুকুটমনি ও অশোক দত্ত।

মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু, ‘দিনের আলো’ হিজড়া সংঘের সভাপতি মোহনা, বস্তি উন্নয়ন কর্মসংস্থার প্রতিনিধি হাসিনুর রহমান ও পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা