পাবনার ভাঙ্গুড়ায় প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছে। পৌরশহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনা মহামারি। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোধে রোগী আছে এমন ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
করোনায় আক্রান্তরা যাতে বাড়ির বাইরে যেতে না পারে সে জন্য এ ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব বাড়ির লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, স্থানীয় প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষণা করা বাড়িগুলোতে পুলিশ লকডাউন সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এ সময় বাড়ির সদস্যদেরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, করোনা শনাক্ত হওয়ায় বাড়িগুলো লকডাউনের আওতায় আনা হয়েছে। কেউ যেন খাবারে কষ্ট না পায় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সরবরাহ করা হচ্ছে।