হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুঁড়ি এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—নন্দীগ্রামের হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তবে অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি নামকস্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা শিশুসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আমরা গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসটি আটক করা যায়নি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর