হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৫ ব্যাগ নরকঙ্কালসহ দুজন আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পাঁচ ব্যাগ নরকঙ্কাল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১টার দিকে কঙ্কাল বহনের দায়ে দুজনকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক রাশেদ খান (২৪) ও বেলাল হোসেন (২৮) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ঘোগা ব্রিজের দক্ষিণে একটি চেকপোস্ট বসায়। এ সময় বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করে। এ সময় এগুলো বহনকারী দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া কঙ্কালসহ আটক দুজনকে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী ও শেরপুর থানার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে নরকঙ্কাল বিক্রির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে তাঁরা ঢাকায় নিয়ে যান। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের ক্রেতা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ সকালে শেরপুর বাসস্ট্যান্ডে সারিয়াকান্দির একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে তাঁরা ব্যাগগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে কিছু দূর যাওয়ার পরে আটক হন। ব্যাগগুলোতে পাঁচটি মাথার খুলি ও ৩৩০টি ছোট-বড় মানুষের হাড় রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত