হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়ায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও তাঁদের সহকারীসহ ২৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকা থেকে চিনিবোঝাই ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজীরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ এবং ২৩ জনকে আটক করা হয়।

এসপি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এসব ট্রাকে অন্তত ২৪২ মেট্রিক টন চিনি রয়েছে বলে তিনি জানান।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এসব চিনি সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে কাজীরহাট ঘাটে অবস্থান নিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়