হোম > সারা দেশ > পাবনা

পাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, হাতুড়ি, বিদেশি মদ ও ফেনসিডিলের বোতল, গাঁজা খাওয়ার সরঞ্জাম, বাঁশ, কাঠ ও বেতের লাঠি উদ্ধার করা হয়।

তল্লাশির সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ছেলেদের হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা এসব ব্যবহার করতেন। এসব অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য হল প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবিপ্রবির সমন্বয়কদের একজন ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘প্রভোস্ট, হলের কর্মকর্তা ও আনসার সদস্যদের নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হলে তল্লাশি চালান। উদ্ধার সরঞ্জাম প্রক্টরের কাছে জমা দেওয়ার জন্য হল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা আজ অনুমতি নিয়ে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। সেখান থেকে তারা অনেক দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করে আমাদের কাছে জমা দেয়। আমরা এগুলো প্রক্টর অফিসে জমা দেব।’

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত