হোম > সারা দেশ > নাটোর

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন পৌর মেয়র

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত কর্মীর নাম নহর মোল্লা (৩০)। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার নাসির মোল্লার ছেলে। 

নহর মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’

অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।’

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত