হোম > সারা দেশ > নাটোর

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন পৌর মেয়র

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত কর্মীর নাম নহর মোল্লা (৩০)। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া এলাকার নাসির মোল্লার ছেলে। 

নহর মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’

অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।’

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর