হোম > সারা দেশ > বগুড়া

 ‘আমার কাচে হিরো আলমই এমপি’

নন্দীগ্রাম (বগুড়া) থেকে

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে সবার কাছে ভোট চেয়েছেন নন্দীগ্রাম পুরাতন বাজারের চা-দোকানি সাইফুল ইসলাম। যারা ভোট দেবেন বলে তাঁকে জানিয়েছিলেন, তাদেরই ফ্রিতে চা-বিস্কুট খাইয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘হিরো আলম এমপি হলে পরের দিন আমার দোকানের চা খাওয়া সম্পূর্ণ ফ্রি।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম পুরাতন বাজারে চা-দোকানি সাইফুলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। নির্বাচনে হিরো আলম পরাজিত হয়েছেন জেনেও তিনি তাঁকেই সংসদ সদস্য হিসেবে মানেন সাইফুল ইসলাম। 

এ সময় সাইফুল জানান, উপজেলার দক্ষিণ পাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও তাঁর ছেলে পাপ্পু দুজন মিলে এ দোকান চালান। এই দোকান থেকে যা উপার্জন হয়, তা দিয়েই তাদের সংসার চলে। 

সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হিরো আলমের একজন ভক্ত। আমি তাঁকে ভালোবাসি। তাঁর সাথে আমার কোনো যোগাযোগ না থাকার পরেও তাঁর জন্য ভোট চাই। আমি কমপক্ষে দুই থেকে আড়াই শ মানষেক মাগনা চা, পান, বিস্কুট, সিগারেট খাওয়াছি। সগলির কাছে তাঁর জন্যে ভোট ও দোয়া চাছি।’ 

দোকানি সাইফুল আরও বলেন, ‘আমি সবাক কছুনু আমার হিরো আলম এমপি হলে, সগলিক মাগনা চা খাওয়ামু। মানষে কচ্চে-হিরো আলম এমপি হছিলো। আমারও তাই মনে হয়। আমার কাছে হিরো আলমই এমপি।’ 

এ দিকে বগুড়ার ৪ ও ৬ আসনে নির্বাচনে পরাজয়ের পর গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদরের এরুলিয়ায় তাঁর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন। সেই সঙ্গে তিনি বগুড়া-৪ এবং ৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। 

সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখলেও ফলাফলে গন্ডগোল হয়েছে। ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি ফলাফলের বিরুদ্ধে আদালতে রিট করার কথাও জানান। 

উল্লেখ্য, বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২টি কেন্দ্রে ৩ লাখ ২৮ হাজার ২৬৯ জন ভোটার ছিল। গত বুধবার ১ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৮ হাজার ৫২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 
 
এ নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতীক) ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম (একতারা প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়