হোম > সারা দেশ > রাজশাহী

চুরি ও ছিনতাই হওয়া ৩৩ মোবাইল ফোন উদ্ধারের পর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অথবা চুরি, ছিনতাই হওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে মালিকদের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময় এসব মোবাইল ফোন মালিকেরা কোথাও হারিয়ে ফেলেছিলেন। কারও মোবাইল ফোনটি চুরি বা ছিনতাই হয়েছিল। মালিকেরা তাদের হারানো মোবাইল ফোনের বিষয়ে জেলার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছিলেন। জেলা পুলিশ অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন সেটের ব্যবহারকারীকে শনাক্ত করে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ফোন মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের কাছে প্রত্যেকের মোবাইল ফোন সেট হস্তান্তর করা হয়েছে। কারও মোবাইল ফোন হারালে বা চুরি-ছিনতাই হলে কাছাকাছি থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন তিনি।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা