হোম > সারা দেশ > বগুড়া

বৃষ্টিতে ঈদের নামাজ মসজিদে

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কেন্দ্রীয় ঈদের জামাত সূত্রাপুরের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাতমাথার বায়তুন নূর কেন্দ্রীয় মসজিদে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকেই জেলায় হানা দেয় বৃষ্টি। ফলে শহর এবং শহরতলিতে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা চলে ভারী বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

তবে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বিভিন্ন এলাকায় ঘোষণা দেওয়া হয় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার কথা।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদ উপলক্ষে গতকাল সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করে নিরাপত্তা জোরদারকরণের কথা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। 

তবে বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যায় সেসব আয়োজন। ঈদগাহ মাঠের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছে বায়তুর নূর কেন্দ্রীয় মসজিদে। ঈদের দিন সকাল থেকেই মাইকে ঘোষণা দিয়ে মসজিদে জামাত করার জন্য মুসল্লিদের জানানো হয়। 

একইভাবে জেলার বিভিন্ন এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে।

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার