বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে মাটি খননের সময় এক্সকেভেটরের আঘাতে মরিয়ম বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মুরাইল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ওই গ্রামের শাহাদত প্রামাণিকের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মরিয়ম বেগম সবজির বাগান থেকে শিম তুলে বাড়ি ফেরার পথে পুকুরে মাটি কাটা দেখছিলেন। তার পাশে থাকা মাটিকাটার কাজে নিয়োজিত এক্সকেভেটরের চালক অসাবধানতা বসত মেশিন ঘুরাতে গেলে সামনের অংশ দ্বারা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মরিয়মের।
বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক্সকেভেটরটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।