হোম > সারা দেশ > রাজশাহী

গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ: ৩ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন এই রায় দেন। এই আদালতের পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আতিক, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণ ও মৃত ইউনুস আলীর ছেলে মো. নয়ন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১১ জুন রাতে ভিকটিম ও তাঁর স্বামী মিলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নিজ বাড়ি তাড়াশে ফিরছিলেন। পথে উপজেলার ওয়াপদা বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়া পৌঁছালে পাঁচজন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তারা ওই নারীর স্বামীর চোখ বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ১২ জুন তাড়াশ থানায় মোটরসাইকেলের চালকসহ ছয়জনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ