হোম > সারা দেশ > বগুড়া

ইউপি নির্বাচন: ধুনটে আ. লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন নয়জন। তাঁদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগের কাছে লিখিতভাবে সুপারিশ করেছেন। 

গতকাল রোববার দুপুরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বিষয়টি নিশ্চিত করেন। 

উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর। 

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৯ জন। বিদ্রোহী প্রার্থীরা হলেন: এলাঙ্গী ইউনিয়নে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল ও আওয়ামী লীগের সমর্থক মাসুদ রানা। ধুনট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান ও কৃষক লীগের সাবেক সদস্য আলমগীর আকন্দ। নিমগাছি ইউনিয়নে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। গোসাইবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাকছুদুল হক। চিকাশি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক আব্দুর রাজ্জাক আকন্দ ও আরিফুর রহমান। 

এই নয় নেতা কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক জেলা কমিটির নিকট সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, ‘পাঁচটি ইউনিয়নের নয়জন বিদ্রোহী প্রার্থীর নাম স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের নিকট লিখিতভাবে সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে জেলা আওয়ামী লীগ।’      

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন