হোম > সারা দেশ > নাটোর

রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। 

জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে