হোম > সারা দেশ > নাটোর

রাস্তা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জাহিদুল ইসলাম কাঁকফো নতুনপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সে নাটোর সদরের পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তাঁর নানা সামাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয় সে। পরে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকার কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় রাস্তার ওপরে জাহিদুলকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। 

জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, ‘গত এক বছর ধরে সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খবর পেয়ে তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের মোবাইল ফোনে কল করে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে নাটোর থানার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন