হোম > সারা দেশ > নাটোর

কিশোরীকে গলাটিপে হত্যার ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন। 

আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকের নাম—শাহাদত হোসেন (৩০)। তিনি সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে। 

রেশমী (১৬) নামের এক কিশোরীকে শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে গলাটিপে হত্যা করেন তিনি। 

এ বিষয়ে নাটোর জেলা জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির উদ্দেশে জড়িয়ে ধরেন শাহাদাত। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এ সময় শাহাদাত ভয় পেয়ে ওই কিশোরীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। 

বিষয়টি টের পেয়ে শাহাদাত হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক এ রায় দেন।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন