হোম > সারা দেশ > রাজশাহী

মহাসড়কে চাঁদা না দেওয়ায় চালককে মারধর, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মহাসড়কে চাঁদা না দেওয়ায় এক গাড়ির চালককে আটকে রেখে মারধর করছিলেন চাঁদাবাজেরা। খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা মহাসড়কে যানবাহন আটকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে যানবাহন আটকে রেখে চালককে মারধর করতেন।

আজ সোমবার র‍্যাব-৫-এর রাজশাহীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন পুঠিয়ার কুঠিপাড়া গ্রামের মো. শফিউল্লাহ (৫০), নামাজগ্রামের জাহিদ হাসান (৩৬) ও চারঘাটের তাতারপুর গ্রামের বাবু মণ্ডল (৩৯)।

তাদের কাছ থেকে ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, গতকাল রোববার দুপুরে র‍্যাব খবর পায় যে পুঠিয়ায় মহাসড়কে চাঁদা না দেওয়ায় কয়েকজন চাঁদা আদায়কারী একটি গাড়ি আটকে রেখেছেন এবং চালককে মারধর করছেন। 

খবর পেয়ে র‍্যাব পণ্যবাহী মিনি ট্রাকের ওই চালককে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ