হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মশাল মিছিল নিয়ে যানবাহন ভাঙচুর, পুলিশের রাবার বুলেট

বগুড়া প্রতিনিধি

আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরে মশাল মিছিল করার সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। বগুড়ার গাবতলীতে মশাল মিছিল বের করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

আজ শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিল বের করলে এসব ঘটনা ঘটে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন এবং রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায়  ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।

কলোনিতে মিছিল শেষে শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এ ছাড়াও আরও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। 
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল থেকেই তিন-চারটি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসে হামলা করে।

শহরের বনানী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনির জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। সেখানে যানবাহন ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।

এদিকে সন্ধ্যা ৭টার পরপরই বগুড়ার গাবতলীতে একটি মশাল মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলকালে তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, গাবতলী সদরে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ