হোম > সারা দেশ > পাবনা

ট্রলির ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩ পুলিশ সদস্য

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার শাহারদিয়ার নামক এলাকায় খড়িবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক শাহেদ মাহমুদ লিমন (২৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত শাহেদ মাহমুদ লিমন পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার মাহমুদ খোকনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গতকাল দিবাগত রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা রিকুইজিশন করে টহলে বের হন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পথে রাত ১টার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপুর সড়কের শাহারদিয়ার নামক স্থানে খড়িবোঝাই একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। পরে ট্রলির চালক ইমামুল হক সোহাগ ও তাঁর সহযোগী স্বপন হোসেনকে আটক করা হয়। একই সঙ্গে ট্রলিটি জব্দ করা হয়েছে।

ঘটনার পরপরই আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, ‘রাতে টহল দিতে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের জন্য আলাদা গাড়ির বরাদ্দ নেই। যে কারণে প্রতি রাতে টহলের জন্য অটোরিকশা রিকুইজিশন করে টহল দিতে হয়। গতকাল রাতে ঘটা দুর্ঘটনার পর আমরা হাসপাতালে গিয়ে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। নিহতকে দাফনের জন্য তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া চালকের পরিবারকে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াবে জেলা পুলিশ।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত