হোম > সারা দেশ > বগুড়া

ভাবিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

আব্দুল করিম রঞ্জু মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।

এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’

গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার