হোম > সারা দেশ > রাজশাহী

বেতনভুক্ত হলেন গেটম্যান লায়েব উদ্দীন 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

অবশেষে রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর রেলগেটের গেটম্যান লায়েব উদ্দীন বেতনভুক্ত হচ্ছেন। রেল কর্তৃপক্ষ মাসিক ১৫ হাজার টাকা বেতনে অস্থায়ীভাবে তাঁকে নিয়োগ প্রদান করেছেন।

রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চারঘাট উপজেলার বাসুদেবপুরে আড়ানী-পুঠিয়া সড়কের অরক্ষিত রেলগেট সুরক্ষায় ১৪ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছিলেন লায়েব উদ্দীন। দুর্ঘটনাকবলিত ওই সড়কে মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের দায়িত্ববোধ থেকেই এ কাজ করতেন তিনি। শুধু তাই নয়, লায়েব উদ্দীন বিনা মজুরিতে রেলগেট পাহারা দিলেও গত ১৪ বছরে এক  দিনও ছুটি কাটাননি। তিনি পার্শ্ববর্তী বাঘা উপজেলার আড়ানী কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

লায়েব উদ্দীনের বিনা পারিশ্রমিকে ১৪ বছর ধরে রেলগেটের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় 'রেলগেটের সুরক্ষায় লায়েবের ১৪ বছর' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই বিভিন্ন মহল থেকে লায়েব উদ্দীনকে বেতনভুক্ত করার দাবি ওঠে। এ অবস্থায় গত মঙ্গলবার রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী রাজশাহীর কার্যালয়ে লায়েব উদ্দীনকে ডেকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন।

রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বলেন, লায়েব উদ্দীন দীর্ঘদিন রেলগেট পাহারায় যুক্ত ছিলেন। তাঁকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

এ বিষয়ে লায়েব উদ্দীন বলেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর ধরে গেট পাহারা দিচ্ছি। কখনো পারিশ্রমিক বাবদ একটি টাকাও পাইনি। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় আমার খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। অবশেষে রেল বিভাগ অস্থায়ীভাবে নিয়োগও দিল। এখন মাসে ১৫ হাজার টাকা বেতন পাব। স্ত্রী ও মেয়েদের নিয়ে ভালোমতো জীবন যাপন করতে পারব। আমার ১৪ বছরের কষ্ট সার্থক করার জন্য আজকের পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ।’

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত