সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল ফরিদ নামে এক মাহেন্দ্রচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ভূঁইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল ফরিদ মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের খোকন খন্দকারের ছেলে।
এ বিষয়ে সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত ১০টার দিকে শেরপুর থেকে একটি মাহেন্দ্র কুষ্টিয়ায় যাচ্ছিল। মাহেন্দ্রটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ভূঁইয়াগাতী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাহেন্দ্রচালক আব্দুল্লাহ আল ফরিদ মারা যান।