হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নৈশপ্রহরীকে বেঁধে ছয় গরু লুট

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নৈশপ্রহরীর হাত-পা বেঁধে রেখে ছয়টি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী বাবলু মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে জুরাইদা ডেইরি অ্যান্ড ফিশ ফার্মে এ ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠানের নৈশপ্রহরী বাবলু মিয়া জানান, মঙ্গলবার রাতে তিনি ফার্মে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার পর ছয়-সাতজন দুর্বৃত্ত প্রাচীর টপকিয়ে ফার্মের ভেতরে প্রবেশ করে। এরপর তাঁর হাত, পা ও মুখ বেঁধে ফার্মে থাকা চারটি গাভি ও দুটি বকনা গরু বের করে ট্রাকে নিয়ে পালিয়ে যায়। 

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু নুর মোহাম্মদ ওয়ালিদ জানান, দুর্বৃত্তরা ফার্মের তিনটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। অপর একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তারা ছয়টি গরুর ট্রাকে তুলে নিয়ে যায়। 

আবু নুর মোহাম্মদ ওয়ালিদ বলেন, ফার্মে থাকা গাভি থেকে দুধ বিক্রি করা হতো। লুট করে নিয়ে যাওয়া ছয়টি গরুর দাম আট লক্ষাধিক টাকা। আজ দুপুরে সদর থানা-পুলিশ ফার্ম পরিদর্শন করে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করেছে। 

এদিকে এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক জানান, গত ২৭ জুন রাতে তাঁর বাড়ির গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। এর মধ্যে একটি গরু কোরবানির জন্য কেনা হয়েছিল। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ফার্ম থেকে ছয়টি গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর