হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নৈশপ্রহরীকে বেঁধে ছয় গরু লুট

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নৈশপ্রহরীর হাত-পা বেঁধে রেখে ছয়টি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী বাবলু মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে জুরাইদা ডেইরি অ্যান্ড ফিশ ফার্মে এ ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠানের নৈশপ্রহরী বাবলু মিয়া জানান, মঙ্গলবার রাতে তিনি ফার্মে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার পর ছয়-সাতজন দুর্বৃত্ত প্রাচীর টপকিয়ে ফার্মের ভেতরে প্রবেশ করে। এরপর তাঁর হাত, পা ও মুখ বেঁধে ফার্মে থাকা চারটি গাভি ও দুটি বকনা গরু বের করে ট্রাকে নিয়ে পালিয়ে যায়। 

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু নুর মোহাম্মদ ওয়ালিদ জানান, দুর্বৃত্তরা ফার্মের তিনটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। অপর একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তারা ছয়টি গরুর ট্রাকে তুলে নিয়ে যায়। 

আবু নুর মোহাম্মদ ওয়ালিদ বলেন, ফার্মে থাকা গাভি থেকে দুধ বিক্রি করা হতো। লুট করে নিয়ে যাওয়া ছয়টি গরুর দাম আট লক্ষাধিক টাকা। আজ দুপুরে সদর থানা-পুলিশ ফার্ম পরিদর্শন করে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করেছে। 

এদিকে এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক জানান, গত ২৭ জুন রাতে তাঁর বাড়ির গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। এর মধ্যে একটি গরু কোরবানির জন্য কেনা হয়েছিল। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ফার্ম থেকে ছয়টি গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা