সিরাজগঞ্জের উল্লাপাড়ার ১৩টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ৮টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল।
জানা যায়, তৃতীয় ধাপে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য ৪৭৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৮টি।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।