হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে বসেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিভাগটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

ফোকলোর বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের নাম পরিবর্তনসহ তিনটি দাবিতে গত মঙ্গলবার বিভাগের সভাপতির কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। দাবিগুলোর পরিপ্রেক্ষিতে সেদিনই বিভাগের ৪১৫তম একাডেমিক সভায় একটি উপকমিটি গঠন করা হয়। গঠিত কমিটি পরে শিক্ষার্থীদের সঙ্গে একবার আলোচনা করে।

তবে দ্রুত সিদ্ধান্ত না আসায় আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে বসেন। এই অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা শুরু হয়। সভায় শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী বিভাগটির নতুন নামকরণে সম্মতি জানানো হয় এবং বিষয়টি অনুমোদনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদে পাঠানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাকি দুটি দাবিও মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি দাবি হলো—ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার, পিএসসি ও ইউজিসিতে ‘ফোকলোর’ বিষয়ের নাম অন্তর্ভুক্ত করে পৃথক কোড বরাদ্দ নিশ্চিত করতে বিভাগীয় উদ্যোগ, পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে এবং নির্ধারিত সময়েই ক্লাস রুটিন প্রকাশ করতে হবে।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় বিভাগীয় জরুরি সভায় বসি। সভায় বিভাগের নতুন নাম নির্ধারণ ও তা অনুষদে অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। আমাদের বিভাগে কোনো সেশনজট নেই, নিয়মিত সময়েই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে তৃতীয় দাবিটি সময়সাপেক্ষ, তা বাস্তবায়নে ধাপে ধাপে চেষ্টা করা হবে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার