হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৮ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আশিক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের করমদোষী এলাকায় এই ঘটনা ঘটে। আশিক ওই এলাকার সিহাব উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি পড়ার সময় করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের দোকানে প্রায় ১২ জন মানুষ গল্প-গুজব করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আহত হন ওই এলাকার আশিক, তাঁর বাবা সিহাব উদ্দিন (৫০), মোমীন আলী (৪৫), হাফিজ উদ্দিন (৪৫), সারোয়ার হোসেন (৪০), বেলাল হোসেন (৪৫), শফিক আলী (৫০), জমসেদ আলী (৫০) এবং স্টল মালিকের স্ত্রী রুপালী বেগম (৪০)। এ সময় ঘটনাস্থলেই মারা যান আশিক হোসেন। গুরুতর আহত অবস্থায় মমিন, হাফিজ ও জমসেদকে পুঁঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি সকলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ রয়েছে। 

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সত্যতা নিশ্চিত করে বলেন, আশিক নামের এক যুবক ঘটনা স্থলেই মারা গিয়েছেন এবং তিনজনকে রাজশাহীর পুঁঠিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখন অনেকটা সুস্থ রয়েছে বলে জানতে পারা গেছে। 

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’