হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে তুলে নিয়ে সস্ত্রীক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে তুলে নিয়ে নুরুল ইসলাম ফটিক নামের এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনের নামে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সিমলা বাজারে ব্যাটারির ব্যবসা করছেন নুরুল ইসলাম ফটিক। গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নুরুল ইসলামকে জোর করে তুলে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উপজেলার কচুগাড়ী গ্রামে নিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নিউ সেভেন স্টার ক্লাবে আটকে রাখেন। রাজীব ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক। সেখান থেকে মোবাইল ফোনে ডাকা হয় নুরুল ইসলামের স্ত্রীকেও।

একপর্যায়ে নুরুল ইসলামের পেটে পিস্তল ও চাকু ধরে ব্যাংকের চেকের দুটি পাতা, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব। এ সময় নুরুল ইসলামের স্ত্রীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্লীলতাহানি করেন। পরদিন সোমবার চেক ব্যবহার করে ব্যাংক থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা তুলে নেওয়ার ম্যাসেজ পান নুরুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ রাজীব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না।

তবুও আমাকে অভিযুক্ত করা হচ্ছে। ক্লাবের কয়েকজন ছোট ভাই কী করেছেন, সেটাও জানি না। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে।’

এ নিয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’ 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা