হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাট-২: স্বতন্ত্র–আ.লীগে ধাওয়া–পাল্টা, ছিঁড়ে ফেলল প্রার্থীর মুজিব কোট

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার ক্ষেতলাল ইটাখোলা বাজারের চার মাথায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ অবসর চৌধুরী ইটাখোলা বাজারে আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদারকে সঙ্গে নিয়ে গণসংযোগ করছিলেন। গণসংযোগ শেষে প্রার্থীসহ কর্মী-সমর্থকেরা কাঁচি মার্কার অফিসের সামনে সবাই সমবেত হন। পাশেই নৌকা মার্কার নির্বাচনী অফিস থেকে উসকানিমূলক কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হলে এলোপাতাড়ি মারপিট ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। 

এ সময় স্বতন্ত্র প্রার্থীর মুজিব কোট কে বা কারা ছিঁড়ে ফেলে এবং তিনি মারপিটে আহত হন। তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে একই উপজেলার মধুপুকুর বাজারে উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, ‘এখানে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর