হোম > সারা দেশ > নাটোর

পিকআপ নিয়ে তেলের দোকানে চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পিকআপ নিয়ে ডিজেলের ৯টি ড্রাম চুরি হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে। এতে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোরে থানার অদূরে থানাপাড়ায় মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে পিকআপ নিয়ে ডিজেলের ড্রাম চুরির ঘটনা ঘটেছে।

মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারের সত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন এসে ৯ ড্রাম ডিজেল চুরি করে নিয়ে গেছে। এতে ২ লাখ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। চোরের দল দোকানের সিসি ক্যামেরার লাইন ও গ্রিলের তালা কেটে ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

বাজারের নাইটগার্ড রায়হান আলী বলেন, ভোর রাতে একজন সিএনজি চালক পিকআপে তেল উঠানো হচ্ছে দেখতে পেয়ে তাঁকে খবর দেন। সে সময় স্থানীয় নাইটগার্ড মো. শহিদুল ইসলাম ঘুমাচ্ছিলেন। তিনি ওই সিএনজি নিয়ে দোকানের দিকে আসতেই দেখেন পিকআপ নিয়ে চোরের দল ঈশ্বরদীর দিকে চলে যাচ্ছে। তখন তাদের পিছু ধাওয়া করে কিছু দূর গিয়ে ফিরে আসেন। এর মধ্যে দোকান মালিককে মোবাইলে চুরির ঘটনা জানান।

লালপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজদার হোসেন বলেন, উদ্বেগজনক হারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। দিনে-রাতে সুকৌশলী অভিনব কায়দার চুরি সংঘটিত হচ্ছে। নাইটগার্ডের সংখ্যা বাড়িয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অপরাধীরা প্রতিনিয়ত একেক ধরনের কৌশল পরিবর্তন করে থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ