হোম > সারা দেশ > নাটোর

পিকআপ নিয়ে তেলের দোকানে চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পিকআপ নিয়ে ডিজেলের ৯টি ড্রাম চুরি হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে। এতে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোরে থানার অদূরে থানাপাড়ায় মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে পিকআপ নিয়ে ডিজেলের ড্রাম চুরির ঘটনা ঘটেছে।

মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারের সত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন এসে ৯ ড্রাম ডিজেল চুরি করে নিয়ে গেছে। এতে ২ লাখ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। চোরের দল দোকানের সিসি ক্যামেরার লাইন ও গ্রিলের তালা কেটে ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

বাজারের নাইটগার্ড রায়হান আলী বলেন, ভোর রাতে একজন সিএনজি চালক পিকআপে তেল উঠানো হচ্ছে দেখতে পেয়ে তাঁকে খবর দেন। সে সময় স্থানীয় নাইটগার্ড মো. শহিদুল ইসলাম ঘুমাচ্ছিলেন। তিনি ওই সিএনজি নিয়ে দোকানের দিকে আসতেই দেখেন পিকআপ নিয়ে চোরের দল ঈশ্বরদীর দিকে চলে যাচ্ছে। তখন তাদের পিছু ধাওয়া করে কিছু দূর গিয়ে ফিরে আসেন। এর মধ্যে দোকান মালিককে মোবাইলে চুরির ঘটনা জানান।

লালপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজদার হোসেন বলেন, উদ্বেগজনক হারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। দিনে-রাতে সুকৌশলী অভিনব কায়দার চুরি সংঘটিত হচ্ছে। নাইটগার্ডের সংখ্যা বাড়িয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অপরাধীরা প্রতিনিয়ত একেক ধরনের কৌশল পরিবর্তন করে থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর