হোম > সারা দেশ > নাটোর

পিকআপ নিয়ে তেলের দোকানে চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পিকআপ নিয়ে ডিজেলের ৯টি ড্রাম চুরি হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে। এতে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোরে থানার অদূরে থানাপাড়ায় মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে পিকআপ নিয়ে ডিজেলের ড্রাম চুরির ঘটনা ঘটেছে।

মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারের সত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন এসে ৯ ড্রাম ডিজেল চুরি করে নিয়ে গেছে। এতে ২ লাখ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। চোরের দল দোকানের সিসি ক্যামেরার লাইন ও গ্রিলের তালা কেটে ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

বাজারের নাইটগার্ড রায়হান আলী বলেন, ভোর রাতে একজন সিএনজি চালক পিকআপে তেল উঠানো হচ্ছে দেখতে পেয়ে তাঁকে খবর দেন। সে সময় স্থানীয় নাইটগার্ড মো. শহিদুল ইসলাম ঘুমাচ্ছিলেন। তিনি ওই সিএনজি নিয়ে দোকানের দিকে আসতেই দেখেন পিকআপ নিয়ে চোরের দল ঈশ্বরদীর দিকে চলে যাচ্ছে। তখন তাদের পিছু ধাওয়া করে কিছু দূর গিয়ে ফিরে আসেন। এর মধ্যে দোকান মালিককে মোবাইলে চুরির ঘটনা জানান।

লালপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজদার হোসেন বলেন, উদ্বেগজনক হারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। দিনে-রাতে সুকৌশলী অভিনব কায়দার চুরি সংঘটিত হচ্ছে। নাইটগার্ডের সংখ্যা বাড়িয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অপরাধীরা প্রতিনিয়ত একেক ধরনের কৌশল পরিবর্তন করে থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক