হোম > সারা দেশ > নাটোর

পিকআপ নিয়ে তেলের দোকানে চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পিকআপ নিয়ে ডিজেলের ৯টি ড্রাম চুরি হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলেছে। এতে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোরে থানার অদূরে থানাপাড়ায় মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে পিকআপ নিয়ে ডিজেলের ড্রাম চুরির ঘটনা ঘটেছে।

মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারের সত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন এসে ৯ ড্রাম ডিজেল চুরি করে নিয়ে গেছে। এতে ২ লাখ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। চোরের দল দোকানের সিসি ক্যামেরার লাইন ও গ্রিলের তালা কেটে ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

বাজারের নাইটগার্ড রায়হান আলী বলেন, ভোর রাতে একজন সিএনজি চালক পিকআপে তেল উঠানো হচ্ছে দেখতে পেয়ে তাঁকে খবর দেন। সে সময় স্থানীয় নাইটগার্ড মো. শহিদুল ইসলাম ঘুমাচ্ছিলেন। তিনি ওই সিএনজি নিয়ে দোকানের দিকে আসতেই দেখেন পিকআপ নিয়ে চোরের দল ঈশ্বরদীর দিকে চলে যাচ্ছে। তখন তাদের পিছু ধাওয়া করে কিছু দূর গিয়ে ফিরে আসেন। এর মধ্যে দোকান মালিককে মোবাইলে চুরির ঘটনা জানান।

লালপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজদার হোসেন বলেন, উদ্বেগজনক হারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। দিনে-রাতে সুকৌশলী অভিনব কায়দার চুরি সংঘটিত হচ্ছে। নাইটগার্ডের সংখ্যা বাড়িয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অপরাধীরা প্রতিনিয়ত একেক ধরনের কৌশল পরিবর্তন করে থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী