হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিয়ের দিনে বরের মৃত্যু

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

আগের দিনেই হয়ে গেছে গায়েহলুদের জমকালো অনুষ্ঠান। রাত পোহালেই বিয়ে। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। স্বজনরাও এসেছেন বিয়ে খেতে। বৃহস্পতিবার দুপুরেই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বর যাত্রী। সম্পন্ন প্রায় সব প্রস্তুতি। কিন্তু বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই এক দুসংবাদ নিমেষেই তছনছ করে দিল সব পরিকল্পনা। বাড়ি জুড়ে কান্নার রোল। বিয়ের দিন সকালে বর আলামীনের ঘরের দরজা খুলে দেখা যায় সে আর জীবিত নেই। নিথর দেহ পরে আছে বিছানায়। 

ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণ পাড়া এলাকায়। 

আলামীন (২৬) ওই গ্রামের আলম আকন্দের ছেলে। এদিন একই উপজেলার টেপাগাড়ি গ্রামে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। 

বর বেশে যে সময় কনের বাড়ি যাওয়ার কথা ছিল, সেসময়ই তাকে লাশ হয়ে বের হতে হলো বাড়ি থেকে। এদিকে বিয়ের দিনে বরের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছিলেন না কেউই। 

পরিবারের লোকজন জানিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে আলামীনের। তাঁর মৃত্যুর ব্যাপারে কারও বিরুদ্ধে অভিযোগ নেই তাদের। 

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বর আলামীনের জানাজা শেষে পারিবারিক কবরে দাফন করা হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত