হোম > সারা দেশ > বগুড়া

সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাই আসামিকে ওই দিন রাতেই গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আসামি রেজ্জাক মিয়া (৬৫) জোড়গাছা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের আদালত হতে সাজাপ্রাপ্ত একজন আসামিকে ধরতে যায় সারিয়াকান্দি থানা-পুলিশ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আসামি রেজ্জাককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন দুষ্কৃতকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। এক সময় পুলিশ সদস্যদের আহত করে দুষ্কৃতকারীরা আসামি রেজ্জাককে ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ১১ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়।  

ওই দিন রাতেই আবারও জোড়গাছা গ্রামে অভিযান চালিয়ে ছিনতাই আসামি রেজ্জাকসহ ৫ জনকে আটক করা হয়। 

আটক অন্য আসামিরা হলো একই গ্রামের ফরিদ উদ্দিন প্রাং এর ছেলে সোহেল রানা হামিদ (৫০), আব্দুর রহমান প্রাংয়ের ছেলে ওমর আলী (৪৫), মৃত ওয়াহেদ আলীর ছেলে সাফি আলম (৩৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৩৮)। এই মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য জোড় চেষ্টা অব্যাহত আছে। 

মামলার ২ নম্বর আসামি সোহেল রানা হামিদ বর্তমান ইউ পি সদস্য। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছিনতাই আসামি এবং এর সঙ্গে জড়িতদের ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা