বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিঅ্যান্ডটিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশনপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহেদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিঅ্যান্ডটিপাড়া এলাকায় দুজন অস্ত্র কারবারি পিস্তল ও গুলি নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ দুজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’
শাহেদ আল মামুন বলেন, ‘এরপর জেলার পাঁচবিবি থানায় রোববার সকালে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’