হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে ভোটারের দীর্ঘ সারি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার। সকালে নওগাঁর ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। 

সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। উপজেলার বাসুদেবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুলালি নামের এক ভোটার বলেন, ‘সকালে সংসারের কাজ সেরে ভোটকেন্দ্রে এসেছি। এসেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।’ 

ওই কেন্দ্রের মল্লিকা বর্মন নামের আরেক ভোটার বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। কেউ কোনো জোর করেনি, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’ 

প্রিসাইডিং কর্মকর্তা সুজন আলী বলেন, সকাল থেকেই ভোটাররা ভিড় করছেন কেন্দ্রে। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। 

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী