হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ঘরে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আঁখি খাতুনের সঙ্গে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার তাইজুল মিস্ত্রির ছেলে ইসমাইল হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ কারণে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

এদিকে গতকাল সোমবার দুপুরে আঁখিকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ইসমাইল। সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরে আঁখিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আশরাফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম। সেখানেও আমার মেয়েকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে