হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে নৌকা প্রতীকের জন্য চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায়

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা নৌকা প্রতীক পেতে ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আগামী ১১ নভেম্বর উপজেলার পাঁচ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত নির্বাচনে তিলকপুর, সোনামুখী, গোপীনাথপুর ও রুকিন্দীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হন। তবে রায়কালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী এলাকায় প্রচার চালাচ্ছেন। শেষ মুহূর্তে সব চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেতে এখন ঢাকায় অবস্থান করছেন। 

সোনামুখী ইউপি চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম বলেন, ‘আমি দলীয় মনোনয়নপত্র জমা দিতে ঢাকায় এসেছি। আমি ইউপি নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে মাঠে থাকব। দলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করব না।’

একই কথা বলেন গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর। তিনি বলেন, আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাই আমি ঢাকায় এসে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু বলেন, পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা দলের মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীসহ কিছু নেতা-কর্মী ঢাকায় গিয়েছেন। তবে ত্যাগী ও যোগ্য ব্যক্তিকেই নৌকার টিকিট দেওয়া হবে বলে তিনি জানান। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র কেন্দ্রে জমাদানের শেষ দিন ছিল আজ বুধবার। এ জন্য উপজেলার সব ইউপির চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র জমা দিতে ঢাকায় এসেছেন। আগামী ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হবে—কারা নৌকা প্রতীক বরাদ্দ পাবেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে