হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ২৫৫টি ইয়াবা বড়িসহ বরুণ মণ্ডল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চিকাশি-গোসাইবাড়ি সড়কের খালপাড় ব্রিজ এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরের দিকে বরুণ মণ্ডলকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বরুণ মণ্ডলের বাড়ি ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

থানা-পুলিশ জানায়, বরুণ মণ্ডল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অনেক দিন ধরে ধুনট উপজেলার অন্য মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন। গতকাল রাতে উপজেলার চিকাশি-গোসাইবাড়ি সড়কের খালপাড় ব্রিজের ওপর মাদক বিক্রি করছিলেন তিনি। 

গোপন সংবাদ পেয়ে ধুনট থানা-পুলিশ ওই ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানো সময় ধাওয়া দিয়ে বরুণ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ২৫৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এই ঘটনায় গতকাল রাতেই ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার