হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অবৈধভাবে পানি উৎপাদন করায় লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

গুণগত মানের তোয়াক্কা না করে বগুড়ায় অবৈধভাবে পানি উৎপাদন ও বিক্রির অভিযোগে মেসার্স জমজম ড্রিংকিং ওয়াটার নামে এক প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা বিএসটিআই। 

এ সময় সহযোগিতায় ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বগুড়া কার্যালয়। অর্থদণ্ডপ্রাপ্ত মালিকের নাম মমিন ইসলাম (৩০)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আবু বক্করের ছেলে। 

জানা গেছে, বিএসটিআই এর গুণগত সনদ না নিয়ে মেসার্স জমজম ড্রিংকিং ওয়াটার অবৈধভাবে পানি উৎপাদন ও বিক্রি করছিল। এ ছাড়াও প্রতিষ্ঠানটি প্রশাসনের নজরদারি ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সন্ধ্যায় ও রাতে অবৈধ ও অস্বাস্থ্যকর পণ্য তৈরি করে আসছিল। এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতে রিপন বিশ্বাস ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়াও অস্বাস্থ্যকর খাবার পানির জার, ক্যাপ ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি বলেন, অভিযানে পাওয়া অস্বাস্থ্যকর অবস্থায় উৎপাদিত ১৬টি পানি জার এবং চার হাজার পিচ ক্যাপ ধ্বংস করা হয়েছে। 

অভিযানে এনএসআই এর জেলা কর্মকর্তা এবং বগুড়া র্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়