হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মকবুল হোসেন ওরফে সালাহউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৭-৮ জনের একটি ব্যবসায়ীর দল। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ সীমান্ত পিলারে নো-ম্যান্স ল্যান্ডে তাঁদের লক্ষ করে গুলি চালান পান্নাপুর-৬৯ বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সালাউদ্দীন নিহত হন। সকালে স্থানীয়রা সীমান্তের কাঁটাতার থেকে ২০-২৫ মিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। 

 ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর সীমান্তে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

লে. কর্নেল আরও বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক