হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মকবুল হোসেন ওরফে সালাহউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৭-৮ জনের একটি ব্যবসায়ীর দল। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ সীমান্ত পিলারে নো-ম্যান্স ল্যান্ডে তাঁদের লক্ষ করে গুলি চালান পান্নাপুর-৬৯ বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সালাউদ্দীন নিহত হন। সকালে স্থানীয়রা সীমান্তের কাঁটাতার থেকে ২০-২৫ মিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। 

 ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর সীমান্তে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

লে. কর্নেল আরও বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার