হোম > সারা দেশ > নাটোর

সরকারি মনোগ্রামযুক্ত গাড়িতে হাত-পা বাঁধা মরদেহ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ জুট গোডাউনে কর্মচারী। গোডাউনের মালিক মিজানকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নাটোরের পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মিজানুর রহমান (৪১) বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ গাড়ি তল্লাশি করে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। 

গোডাউনের মালিক মিজানুর রহমান বলেন, ‘হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে গতকাল সোমবার সকালে শাসানোর জন্য বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এর কিছুক্ষণ পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন হযরত।’

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ‘মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পিঠের ওপর বোঝাই করা বস্তা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুম করার জন্য মরদেহ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে