হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর-জলাশয় পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুকুর, দিঘি ও জলাধার রক্ষা এবং ইতিমধ্যে ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী যুব সংগঠন রিফরমেশন কমিউনিটি অব বাংলাদেশ এবং উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে নগরীতে এ কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী পুকুর-দিঘির শহর। বিগত সময়ে এ শহরের পুকুর-দিঘি, জলাধারগুলো একে একে দখল, ভরাট করা হয়েছে। রাজনৈতিক ছত্র ছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দুষ্কৃতকারীরা পুকুর দখল এবং ভরাট করেছে। একই সঙ্গে নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতেও বিভিন্ন সময় পুকুর-দিঘিগুলোকে জনগণের ব্যবহার অনুপযুক্ত করে রাখা হয়েছে। এসব ভরাটকৃত পুকুর জলাধার পুনরুদ্ধার করতে হবে।

তাঁরা বলেন, এখনো পুকুর ভরাট থামেনি। রাজশাহী নগরের পুকুর, দিঘি ও জলাধার রক্ষায় বিগত সময়ে উচ্চ আদালত যেসব রায় দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুকুর-জলাধারগুলো রক্ষা করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন-শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার, নাজনীন নাহার নিশা, মো. মোয়াআজ, বারসিকের কর্মকর্তা তহুরা খাতুন লিলি প্রমুখ।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা খবর পেলেই পুকুর ভরাট বন্ধ করব। আর আইন না মেনে পুকুর ভরাট করা হলে ওই জমি খাস খতিয়ানভুক্ত করা যাবে। এ রকম ব্যবস্থা গ্রহণ শুরু করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।’

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী