হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আওয়ালগাড়ী নদীরকল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রবিউল ইসলাম আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় রাস্তার পাশে কেটে রাখা সরিষা ভ্যানে ওঠাচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে আসা একটি প্রাইভেট কার সরিষার ভ্যানে ধাক্কা দিলে রবিউল সড়কে পড়ে যান। তখন প্রাইভেট কারটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালক নিহতের ঘটনায় থানায় (আজ রোববার দুপুর) এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা