হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পেট্রল বোমা হামলা: নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর পাশাপাশি অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ, হারুনুর রশিদ, উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান, নাগরিক ঐক্যে কর্মী তোফা, সাগর, মোকাররম হোসেন খোকন, পিয়াল ও লিপি বেগম।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান আজ বুধবার বিকেলে জানান, পেট্রল বোমা হামলার ঘটনায় যুবদলের নেতা রনি মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এর পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে