হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পেট্রল বোমা হামলা: নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর পাশাপাশি অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ, হারুনুর রশিদ, উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান, নাগরিক ঐক্যে কর্মী তোফা, সাগর, মোকাররম হোসেন খোকন, পিয়াল ও লিপি বেগম।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান আজ বুধবার বিকেলে জানান, পেট্রল বোমা হামলার ঘটনায় যুবদলের নেতা রনি মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এর পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর