হোম > সারা দেশ > পাবনা

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃদ্ধ মাকে ঘরে তুলে নিলেন ছেলে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পর পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ মা সাহিদা খাতুনকে ঘরে তুলে নিয়েছেন ছেলে শাহ আলম। থানা-পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বৃদ্ধাকে তাঁর স্বামীর ভিটায় ছেলের হেফাজতে দেওয়া হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, মেয়েকে জমি লিখে দেওয়ার জেরে গত ১৫ অক্টোবর থেকে সাঁথিয়ার ধোপাদাহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে বৃদ্ধ মা শাহিদা খাতুনকে বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না ছেলে শাহ্ আলম। এরপর গত বুধবার এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পত্রিকায় সংবাদ প্রচারের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এলাকায়। বিষয়টি নজর কাড়ে প্রশাসনেরও। সাঁথিয়া থনার পুলিশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যার দিকে সাঁথিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মা শাহীদা খাতুন ও ছেলে শাহ্ আলমের ঘরোয়াভাবে মিল করে দেওয়া হয়। এ সময় বাড়িতে তুলে দেওয়া হয় শাহীদা খাতুনকে। মা ও ছেলে ঝগড়া না করে একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় বৃদ্ধাকে তাঁর ছেলের হেফাজত রাখা হয়েছে বলে জানায় পুলিশ। গত চার দিন বাড়ির সামনে অবস্থান করছিলেন শাহিদা খাতুন। 

বৃদ্ধ সাহিদা খাতুন জানান, স্বামীর বসতভিটায় ঠাঁই হওয়ায় অতীতের সব বিবাদ ভুলে ছেলে, ছেলের বউ ও নাতিদের নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করবেন। 

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার থানার এসআই ইকবালের মাধ্যমে বৃদ্ধ মাকে বাড়িতে তুলে দিয়েছি। মা ছেলের সঙ্গে থাকতে রাজি হয়েছেন। বৃদ্ধাকে তাঁর ছেলের হেফাজত রাখা হয়েছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী