হোম > সারা দেশ > নওগাঁ

অবশেষে প্রথম স্বামীর ঘরেই গেলেন সেই তরুণী 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

অবশেষে দ্বিতীয় স্বামীকে ছেড়ে প্রথম স্বামীর ঘরেই ফিরে গেলেন নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার হওয়া আলোচিত সেই তরুণী। গতকাল রোববার বিকেলে বাবা-মার জিম্মায় মান্দা থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

ওই তরুণীর মা জানান, মেয়ে ভুল করে অন্য একটি ছেলের সঙ্গে চলে এসেছিল। তাঁরা বিয়েও করেছে বলে জানিয়েছে। পুলিশের হেফাজতে আসার পর তাঁকে বোঝানো হয়। এতে নিজের ভুল বুঝতে পেরে প্রথম স্বামীর ঘরেই ফিরে যান তাঁর মেয়ে। 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে রোববার সকালে দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর দ্বিতীয় স্বামীকেও আটক করা হয়েছিল। কিন্তু ওই তরুণী কিংবা তাঁর পরিবার মামলা করতে রাজি না থাকায় বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

ওসি আরও বলেন, মামলা না হওয়ায় ওই তরুণীর দ্বিতীয় স্বামী দাবিদার আরিফুল ইসলাম রুবেলকেও একইভাবে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, প্রথম স্বামীকে তালাক না দিয়েই রাজধানীর বাড্ডা এলাকা থেকে গত ১৭ ফেব্রুয়ারি নিরুদ্দেশ হন ওই তরুণী। নিরুদ্দেশ স্ত্রীকে খুঁজতে গিয়ে জানাজানি হয় তাঁর দ্বিতীয় বিয়ের কাহিনি। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে প্রথম স্বামীসহ ওই তরুণীর বাবা-মা মান্দা থানা-পুলিশের শরণাপন্ন হন। পরে উপজেলার একটি গ্রাম থেকে দ্বিতীয় স্বামীসহ ওই তরুণীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছিল পুলিশ। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী